শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের ৬ গোল

অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের ৬ গোল

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ম্যাচটি সমপ্রীতির হলেও অস্ট্রেলিয়াকে কোন ছাড়ই দেয়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অস্ট্রেলীয় খেলোয়াড়দের নিয়ে ছেলেখেলা করেছে তারা। শনিবার রাতের ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ওই খেলায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছে ৬-০ গোলে। দুই অর্ধে তিনটি গোল করে তারা। আগামী বিশ্বকাপের মূল পর্বে উন্নীত হওয়া অস্ট্রেলিয়া ব্রাজিলকে তেমন একটা পরীক্ষায় ফেলতে পারেনি। জো দুটি, পাতো, নেইমার, রামিরেস ও গুস্তাভো একটি করে গোল করেন। ব্রাজিলকে যে বিষয়টি এ দিন কষ্ট দেয় তা হলো রিয়াল মাদ্রিদের হয়ে খেলা লেফট ব্যাক মরসেলোর আঘাত। দ্বিতীয়ার্ধে তিনি আর খেলতে পারেননি। তবে মঙ্গলবার পর্তুগালের বিরুদ্ধে অনুষ্ঠেয় খেলায় নিশ্চয়ই ব্রাজিল এতটা ছাড় পাবে না। যদিও ওই খেলায় খেলবেন না ক্রিস্টিয়ানো রোনালদো।
গত জুনে ফিফা কনফেডারেশনস কাপ ফাইনালে ব্রাজিল ৩-০ গোলে হারায় বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে। ঘরের মাঠে ব্রাজিলীয়রা যে কতটা অপ্রতিরোধ্য আর আক্রমণাত্মক তার প্রমাণ মিলল আরেকবার। দলীয় শক্তিমত্তা, সামপ্রতিক পারফরম্যান্স আর ঘরের মাঠ- সব দিক থেকেই এগিয়ে ছিল ব্রাজিল। ম্যাচের প্রথম দু’টি গোল করেন জো। প্রথম গোলটি আসে মাত্র ৮ মিনিটের মাথায়, দ্বিতীয়টি ৩৪ মিনিটে। দুই মিনিট পরই ব্যবধান ৩-০ করে ফেলেন দলের বহুল আলোচিত নেইমার। দ্বিতীয়ার্ধে গুনে গুনে আরও তিনটি গোল করেন ব্রাজিল। দ্বিতীয়ার্ধের প্রথম গোলটি করেন রামিরেস, ৫৮ মিনিটে। ৭৩ মিনিটে পাতো গোল করলে স্কোর লাইন দাঁড়ায় ৫-০। খেলার শেষ দিকে (৮৪ মিনিটে) গোল করে সংখ্যাটা হাফ ডজন করেন লুইস গুসতাভো। প্রায় ৪০ হাজারের বেশি দর্শক খেলাটি উপভোগ করেন।

ব্রাজিল ৬-০ অস্ট্রেলিয়া
এস্তাদিও ন্যাসিওনাল মেন গারিঞ্চা
গোলদাতা
জো ৯, ৩৪ মি. নেইমার ৩৬ মি. রামিরেস ৫৮মি. আলেসান্দ্রো পাতো ৭১ মি. গুস্তাভো ৮৪মি.।