বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > অস্ট্রেলিয়ার নির্বাচনে অ্যাবট জয়ী

অস্ট্রেলিয়ার নির্বাচনে অ্যাবট জয়ী

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে বিরোধীদলীয় নেতা টনি অ্যাবোটের লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন জয়লাভ করেছে। এ জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়াতে মধ্য বামপন্থি লেবার দলের ছয় বছরের শাসনের অবসান ঘটলো। নির্বাচনে পরাজয় স্বীকার করে ব্রিসবেনে বর্তমান প্রধানমন্ত্রী কেভিন রাড বলেছেন কিছুক্ষণ আগে আমি টনি অ্যাবটকে টেলিফোন করে এ নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে তাদের আগামী প্রধানমন্ত্রী হিসেবে শুভেচ্ছা জানাচ্ছি। ৮০ ভাগ ভোট গণনার পর দেখা গেছে, টনি অ্যাবটের দল হাউস অব রিপ্রেজেট্রেটিভে ৮৮টি আসনে এগিয়ে আছে। আর লেবার পার্টি পেয়ে ৫৬টি আসন। মাত্র তিন মাস আগে লেবার পার্টির নেতৃত্ব পরিবর্তনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী পদে আবার ফিরে এসেছিলেন কেভিন রাড। ২০১০ সালে পার্টির নেতৃত্ব পরিবর্তনের মধ্য দিয়েই রাডকে সরিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন জুলিয়া গিলার্ড। অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী ১৮ বছরের ওপরে সবার ভোট দেয়া বাধ্যতামূলক। এবারের নির্বাচনে ১ কোটি ৪০ লাখ ভোটার ভোট দিয়েছেন বলে জানা গেছে। অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে স্থানীয় সময় ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৭টায় ভোট গ্রহণ শেষ হয়। পশ্চিমাঞ্চলে এর ২ ঘণ্টা পর থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষও হয়েছে দুই ঘণ্টা পর।