শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > অস্থিতিশীল মিশরে জরুরি অবস্থা থাকবে আরও ২ মাস

অস্থিতিশীল মিশরে জরুরি অবস্থা থাকবে আরও ২ মাস

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মিশরের সেনা সমর্থিত অন্তর্র্বতী সরকার জরুরি অবস্থা আরও ২ মাস দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নিয়েছে। গত মাসের মাঝামাঝি সময়ে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। দেশটিতে ভয়াবহ মাত্রায় সহিংসতা ছড়িয়ে পড়ায় অন্তর্র্বতী প্রেসিডেন্ট আদলি মনসুর গত ১৪ই আগস্ট ১ মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। নিরাপত্তাহীনতার সমস্যা অব্যাহত থাকায় ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনার পর জরুরি অবস্থার সময়সীমা বর্ধিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এদিকে উত্তর সিনাই অঞ্চলে কট্টরপন্থীদের দমাতে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সেনা অভিযান পরিচালনা সত্ত্বেও দেশটিতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার সংখ্যা বাড়ছে। গতকাল গুরুত্বপূর্ণ ইসমাইলিয়া শহরের পশ্চিমে একটি গ্যাস বিতরণ প্ল্যান্টে বোমা হামলা চালানো হয়। এ শহরটির ওপর দিয়েই সুয়েজ খাল প্রবাহিত হচ্ছে। ওই হামলায় গ্যাস পাইপ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, অগ্নিকাণ্ডের কোন ঘটনা না ঘটায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি। সিনাই অঞ্চলে জঙ্গিরা সেনাবাহিনী ও পুলিশের ওপর প্রতিদিন হামলা চালাচ্ছে। গত বুধবার দুটি গাড়িবোমা হামলা চালালে সেনা সদস্যসহ ৬ জন নিহত হয়।