বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > আইন সচিবের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আইন সচিবের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হককে আগামী দুই বছরের জন্য সচিব পদে চুক্তি ভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফ উজ জামান সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। আবেদনটি দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে।

গত সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতিতে শেখ মোহাম্মদ জহিরুল হককে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে ৭ই আগস্ট, ২০১৯ পর্যন্ত আইন ও বিচার বিভাগের সচিব পদে চুক্তি ভিত্তিক নিয়োগের বিষয়টি জানানো হয়।