বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > খেলা > আইপিএল থেকে টেন্ডুলকারের অবসর

আইপিএল থেকে টেন্ডুলকারের অবসর

শেয়ার করুন

আইপিএলে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন শচীন টেন্ডুলকার। তার দল মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম বারের মতো আইপিএলের শিরোপা জেতার পর-পরই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে এ বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি টি-টোয়েন্টিতে খেলবেন কিনা, সে সম্পর্কে টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ রান ও শতকের মালিক কিছু বলেননি।

এবারের আইপিএলে চোটের কারণে ১৩ মে’র পর আর খেলতে পারেননি টেন্ডুলকার। ফাইনালও দেখতে হয়েছে মাঠের বাইরে বসে। আইপিএলে তার শেষ ম্যাচের প্রতিপক্ষ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। সেই ম্যাচে আহত হয়ে অবসর নেয়ার ঠিক আগে লংঅনের ওপর দিয়ে বিশাল ছক্কা মারেন তিনি। আইপিএলে সেটাই ছিল ভারতের ব্যাটিং-কিংবদন্তির শেষ বল।

রোববার ফাইনাল শেষ হওয়ার পর এক টেলিভিশন সাক্ষাৎকারে টেন্ডুলকার বলেন, “এটাই আমার শেষ আইপিএল। ভক্ত ও শুভানুধ্যায়ীদের বিদায় বলার এটাই সেরা সময়। দারুণ একটা মৌসুম কেটেছে আমাদের।”

“আমার মনে হয়, আইপিএল থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। আমার বয়স যে ৪০ হয়ে গেছে তা মেনে নিতেই হবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর আইপিএলে খেলবো না।”