শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > আইসিএলের তিন পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

আইসিএলের তিন পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আইসিএল) গ্রুপের আরো তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এরা হলেন- মো. সাইফুজ্জামান মার্শাল, মো. আবুল হাশেম, আনিসুর রহমান বাবু।

তাদের বিরুদ্ধে প্রায় ২০ হাজার গ্রাহকের কাছ থেকে প্রতি মাসে লাখে দুই হাজার টাকা লাভের প্রলোভন দিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

বুধবার দুদক কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়।

দুদকের প্রধান উপ-পরিচালক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদেস্যের অনুসন্ধানী দল তিন পরিচালকে জিজ্ঞাসাবাদ করছেন।