শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > রাজনীতি > আগামী নির্বাচনে আসন নির্ধারণ করবে জনগণ

আগামী নির্বাচনে আসন নির্ধারণ করবে জনগণ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে কে কত আসন পাবে তা নির্ধারণ করবে জনগণ। সততা, যোগ্যতা, দক্ষতা ও উন্নয়ন কাজের জন্য আগামী নির্বাচনেও আওয়ামী লীগ নির্বাচিত হবে।

শুক্রবার বেলা ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোরলেনের উন্নীতকরণ কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপির এমন কোনো কাজ নেই; তাদের কাজের কোনো নিদর্শন নেই; যার জন্য জনগণ তাদের বিপুল সংখ্যায় ভোট দিতে পারে। বড় দল হিসেবে নির্বাচন হলে বিএনপি আসন পাবে না, কত আসন পাবে সেটি আমি জানি না।

এসময় ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, গাজীপুর হাইওয়ে অঞ্চলের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পুলিশ প্রশাসন, সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।