শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > আগামী প্রজম্মের ক্ষেপণাস্ত্রের নকশা তৈরিতেই যুক্তরাষ্ট্র খরচ করছে ৬৭৮ মিলিয়ন ডলার

আগামী প্রজম্মের ক্ষেপণাস্ত্রের নকশা তৈরিতেই যুক্তরাষ্ট্র খরচ করছে ৬৭৮ মিলিয়ন ডলার

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
ঠান্ডা যুদ্ধের সময়ের আন্ত:মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের যুগ থেকে নতুন যুগে আগামী প্রজম্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যুক্তরাষ্ট্র। বোয়িং’কে ৩৪৯ মিলিয়ন ও নর্থরপকে দেওয়া হয়েছে ৩২৯ মিলিয়ন ডলার। মোট ৬৭৮ মিলিয়ন ডলার খরচে সময় বেঁধে দেওয়া হয়েছে ৩ বছর। যুক্তরাষ্ট্রের আগামী প্রজম্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রাথমিক নকশা তৈরি করবে প্রতিষ্ঠান দুটি। এরপর বরাদ্দ আরো বাড়বে, তৈরি হবে ‘আমেরিকান নেক্সট জেনারেশন’ মিসাইল। স্পুটনিক

২০২০ সালে মার্কিন বিমান বাহিনী সিদ্ধান্ত নেবে কোন প্রতিষ্ঠান তৈরি করবে এধরনের ক্ষেপণাস্ত্র। ভূমি থেকে এধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে কৌশলগত প্রযুক্তি পরিবর্তন ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির অংশ হিসেবেই এধরনের প্রকল্প বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। এধরনের ক্ষেপণাস্ত্র মার্কিন ক্ষেপণাস্ত্র মিনিটম্যান – থার্ড ভার্সনের চেয়েও আধুনিক।