শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > আগুন ধনী-দরিদ্র কাউকেই মানে না বললেন মার্কিন রাষ্ট্রদূত

আগুন ধনী-দরিদ্র কাউকেই মানে না বললেন মার্কিন রাষ্ট্রদূত

শেয়ার করুন

ঢাকা: আগুন ধনী-দরিদ্র, শিক্ষিত-নিরক্ষর নির্বিচারে সবাইকেই ক্ষতি করে। ছোট-বড় কাউকেই মানে না, সবাইকে ধ্বংস করে দেয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

তিনি বলেন, “অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান সহজ কাজ নয়। এ কাজকে সহজ করার জন্যই দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষণ প্রয়োজন।”

বৃহস্পতিবার বিকেলে পুলিশ স্টাফ কলেজে পাঁচদিনব্যাপী ‘পরিকল্পিত অগ্নিসংযোগ চিহ্নিতকরণ’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মজীনা বলেন, ‘‘পরিকল্পিতভাবে কেউ আগুন লাগালে তা দ্রুত খুঁজে বের করার জন্য মার্কিন দূতাবাসের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ট্রেনিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।’’

তিনি বলেন, ‘‘আপনারা প্রশিক্ষণের মাধ্যমে নতুন করে দক্ষতা অর্জন করেছেন। আপনারা পুলিশ ও অগ্নিনির্বাপক বিভাগ একযোগে কাজ করছেন। এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা আগুনের উৎপত্তিস্থল অনুসন্ধানের জন্য প্রস্তুত বলে হয়েছেন।’’

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘‘এখন আগুন লাগলে আপনারা তার উৎপত্তিস্থল সহজে বলতে পারবেন। এ ছাড়া কোনো স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তাৎক্ষণিক সেখানে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে বুঝতে পারবেন যে, আগুন কী লেগেছে, নাকি কেউ লাগিয়ে দিয়েছে!’’

তিনি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘‘আমি মনে করি, আপনারা এ প্রশিক্ষণ থেকে যা শিখেছেন, তা নিয়ে গর্ব করতে পারেন। আমরাও গর্বিত যে, এমন একটি কোর্সে আপনাদের প্রশিক্ষণ দিতে পেরে।’’

অনুষ্ঠান শেষে মার্কিন রাষ্ট্রদূত মজীনা না অংশ নেওয়া ৩৪ জন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তার হাতে সনদ তুলে দেন।

অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, সিআইডির অতিরিক্ত আইজি মোখলেছুর রহমান প্রমুখ।