শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > আচরণবিধি সংশোধনে গ্রেট ব্রিটেন-ভারতকে অনুসরণ করবে ইসি

আচরণবিধি সংশোধনে গ্রেট ব্রিটেন-ভারতকে অনুসরণ করবে ইসি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ‘আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার সুযোগ নেই নির্বাচন কমিশনের’, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবু হাফিজ।

কমিশনার হাফিজ বলেন, ‘নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার আর কোনো সুযোগ নেই। তবে আমরা আশা করছি কেউ নির্বাচন প্রতিহত নয়, বরং জনগণের কথা বিবেচনা করে সবাই নির্বাচনে করবে।’

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার এ কথা জানান।

হাফিজ বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে আমরা আচরণবিধিতে সংশোধনী আনার কাজ চালিয়ে যাচ্ছি। এজন্য গ্রেট ব্রিটেন, ভারত, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াকে অনুসরণ করা হবে।’

এমপিদের স্বপদে থেকে নির্বাচন করতে কোনো বাধা নেই জানিয়ে কমিশনার বলেন, ‘এমপির পদ যে লাভজনক নয়, তা নিয়ে হাইকোর্টে রায় হয়েছে। আমরা এ রায়ের কপি সংগ্রহ করার চেষ্টা করছি। যেহেতু আদালত সিদ্ধান্ত দিয়েছে, তাই সেটাই আমাদের মানতে হবে।’

তবে আচরণবিধি সংশোধনের জন্য এখনও যথেষ্ট সময় আছে বলেও জানান এ কমিশনার। তিনি বলেন, ‘আইন দিয়েই সবকিছু হয় না। আইনের চর্চা দরকার। আইন ও গণতন্ত্রের সঠিক চর্চা করলেই আর কোনো সমস্যা থাকার কথা না।’