শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > আজহারের অভিযোগ গঠনের শুনানি ২৯ আগস্ট

আজহারের অভিযোগ গঠনের শুনানি ২৯ আগস্ট

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ২৯ আগস্ট অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
রোববার বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন নির্ধারণ করেন।
এদিন এটিএম আজহারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সকালে আজহারের আইনজীবী তাজুল ইসলাম ট্রাইব্যুনালে দুইটি আবেদন করেন।
আবেদনে অভিযোগ গঠনের শুনানি পেছানো ও মামলার নথিপত্র নিয়ে আজহারের সঙ্গে দুই জন আইনজীবীর সাক্ষাতের অনুমতি চাওয়া হয়।
শুনানি শেষে ট্রাইব্যুনাল ২৪ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাজীপুর জেলা কারাগারে এটিএম আজহারের সঙ্গে দুই জন আইনজীবীর সাক্ষাতের অনুমতি দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ২৯ আগস্ট নির্ধারণ করেন।
আসামিপক্ষে অ্যাডভোকেট তাজুল ইসলাম ও রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সাইফুল ইসলাম শুনানিতে অংশ নেন।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের বাসা থেকে এটিএম আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।