শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > খেলা > আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত, প্রস্তুত মুস্তাফিজ

আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত, প্রস্তুত মুস্তাফিজ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

কাটার মাস্টার মুস্তাফিজের বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না। কারণ তার এখন হচ্ছে না সেই কাটার-স্লোয়ার, আসছে না পারফেক্ট ইয়র্কার। হারিয়ে গেছে সেই গতিটাও। পাশাপাশি তার ফর্ম নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা-সমালোচনা। তবে দ্রুতই এই খারাপ সময়টা থেকে বের হয়ে আসতে চান দেশের ক্রিকেট প্রেমী এই উজ্জ্বল তারকা।

বৃহস্পতিবার ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নামার আগে মুস্তাফিজ জানালেন, তিনি নিজের সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘দেশের মাঠে আমার কাটারগুলো বেশি ভালো হয়। তবে এখানে সেগুলো কাজ করছে না। আমি চেষ্টা করে যাচ্ছি সমস্যাগুলো কাটিয়ে উঠতে।’

কাটার মাস্টার গুরুত্বপূর্ণ এই ম্যাচ সম্পর্কে আরো বলেন, ‘ভারতের বিপক্ষে জিততে হলে আমাদের সেরাটাই দিতে হবে। ‘সত্যি কথা বলতে কি, দল সেমিফাইনালে উঠেছে, এতে আমরা খুবই খুশি। খেলোয়াড়রা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে ভালো করেছে বলেই তা সম্ভব হয়েছে। আমরা সেমিতে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছি। দলের সবাই ফুরফুরে মেজাজে আছে। আশা করছি সেমিতেও আমরা ভালো কিছু করতে পারব। ‘

আজ (বৃহস্পতিবার) এজবাস্টনে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।