মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > আজ সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন

আজ সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ আজ রোববার সংরক্ষিত ৫০ নারী আসনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এছাড়া ১১ মার্চ যাচাই-বাছাইয়ের শেষ দিন এবং ১৮ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

দশম সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩৯, ওয়ার্কার্স পার্টি ১, জাসদ ১, জাতীয় পার্টি ৬ ও স্বতন্ত্র সাংসদদের জোট ৩টি সংরক্ষিত আসন পাচ্ছেন।

সংরক্ষিত নারী আসনে দলভিত্তিক ৫০ জনের নাম চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। রবিবার নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করবেন প্রার্থীরা।

এক নজরে নারী সংসদ সদস্য হচ্ছেন যারা: দশম সংসদের ২৩১ আসনের বিপরীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত ৩৯ জনের নামের তালিকা প্রকাশ করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

গতবারের নারী সংসদ সদস্যদের মধ্যে তারানা হালিম, ফজিলাতুন নেসা বাপ্পী, ফজিলাতুন নেসা ইন্দিরা ও পিনু খান দশম সংসদে এমপি হতে যাচ্ছেন। গতবারে সংরক্ষিত আসনের এমপি সঙ্গীত শিল্পী মমতাজ এবার সরাসরি ভোটে বিজয়ী হয়েছেন।

এছাড়া গতবার সরাসরি ভোটে বিজয়ী সানজিদা খানম ও নীলুফার জাফরউল্লাহ এবার নারী আসনের এমপি হতে যাচ্ছেন।

এছাড়া প্রার্থী হিসেবে নতুন যারা মনোনয়ন পেয়েছেন: সেলিনা জাহান লিটা, সফুরা বেগম রুমী, হোসনে আরা লুৎফা ডালিয়া, উম্মে কুলসুম স্মৃতি, বেগম আখতার জাহান, সেলিনা বেগম স্বপ্না, সেলিনা আখতার বানু, লায়লা আরজুমান বানু, শিরিন নাঈম পুনম, কামরুল লায়লা জলি, হেপী বড়াল, রিফাত আমিন, নাসিমা ফেরদৌসী, লুৎফুন্নেছা, মমতাজ বেগম, মনোয়ারা বেগম, মাহজাবিন খালেদ, ফাতেমা জোহরা রানী, দিলারা মাহবুব আসমা, ফাতেমাতু জ্জহুরা, সাবিনা আক্তার তুহিন, রহিমা আক্তার, হোসনে আরা বাবলী, কামরুন নাহার চৌধুরী লাভলী, রোখসানা ইয়াসমিন ছুটি, নাভানা আক্তার, আসমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, শামছুন নাহার

বেগম, ওয়াসিফা আয়শা খান, জাহানারা বেগম সুরমা, সাবিহা নাহার বেগম (সাবিহা মুসা), ফিরোজা বেগম চিনু ও সুচিত্রা তনচংগ্যা।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের। এছাড়া হাজেরা সুলতানাকে মনোনয়ন দিচ্ছে ওয়ার্কার্স পার্টি।

জাপার পক্ষ থেকে নূর-ই হাসনা লিলি চৌধুরী, মাহজাবীন মোরশেদ এবারও মনোনয়ন পাচ্ছেন। বাকি চার জন হচ্ছেন- মেরিনা রহমান, সাহানা পারভীন, রওশন আরা মান্নান ও খুরশীদ আরা হক।

নবম সংসদে সংরক্ষিত আসনের সালমা ইসলাম ও নাসরিন জাহান রতœা এবার সরাসরি ভোটে নির্বাচিত। একইভাবে আ’লীগের কাজী রোজি, অ্যাডভোকেট নূরজাহান বেগম (মুক্তা) ও অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজলকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে।

ইসির ঘোষণা অনুযায়ী আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেরে বাংলানগর নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে।