মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > আজ ৩১ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

আজ ৩১ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
আজ দেশের ১৮টি জেলার ৩১ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন এবং পাশাপাশি দুটি পাওয়ার প্ল্যান্ট, ১১টি গ্রিড সাব-স্টেশন, ছয়টি নতুন সঞ্চালন লাইনও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে এক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এগুলো উদ্বোধন করবেন তিনি।

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার মন্ত্রণালয়ের কার্যালয় থেকে অনুষ্ঠানে সংযুক্ত হবেন।

শতভাগ বিদ্যুতায়িত উপজেলা সমূহ হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ, নবীনগর, সরাইল, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও কচুয়া, কুমিল্লা জেলার বরুড়া ও মুরাদগঞ্জ, ফরিদপুর জেলার ভাঙ্গা ও বোয়ালমারি, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর এবং ঝিনাইদাহ জেলার সদর উপজেলা। মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর, সিঙ্গাইর, দৌলতপুর ও শিবালয়, মৌলভীবাজার জেলার রাজনগর, নওগাঁ জেলার মান্দা, সাপাহার, ধামরহাট, নীলফামারি জেলার ডোমার, নোয়াখালী জেলার বেগমগঞ্জ, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ, রাজবাড়ি জেলার রাজবাড়ি সদর ও বালিয়াকান্দি, রাজশাহী জেলার বাঘমারা, সাতক্ষীরা জেলার সাতক্ষীরা, সিলেট জেলার জকিগঞ্জ এবং মাদারিপুর জেলার কালকিনি উপজেলা। তথ্যসূত্র: বাসস।