বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > শীর্ষ খবর > আটকে পড়া ৪১৫ জন বাংলাদেশি সৌদি থেকে দেশে ফিরেছেন

আটকে পড়া ৪১৫ জন বাংলাদেশি সৌদি থেকে দেশে ফিরেছেন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
করোনাভাইরাস কোভিড-১৯ এর কারণে সৌদি আরবে আটকে পড়া ৪১৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বুধবার সকালে সৌদির দাম্মাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁেছন।

বিষয়টি নিশ্চিত করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্র জানায়, সৌদিফেরত যারা আছেন সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। এরপরেও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের কারণে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরাতেও বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।