শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > আত্মঘাতী বোমা হামলায় মালিতে জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত

আত্মঘাতী বোমা হামলায় মালিতে জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মালিতে এক আত্মঘাতী বোমা হামলায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত চাদের দুই সেনাসদস্য নিহত হয়েছে। এ হামলায় এক শিশুসহ আরও একজন বেসামরিক নাগরিক নিহত হয়।

এ হামলায় আরও ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের এক মুখপাত্র। বুধবার উত্তর মালির তেসালিত শহরে এক চেকপয়েন্টে এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।

এখন পর্যন্ত কোনো দল এ হামলার দায় স্বীকার করেনি। তবে এ বছরের জানুয়ারিতে ফ্রান্স সরকারের আক্রমণে বিক্ষিপ্ত হয়ে আল-কায়দা সংযুক্ত ইসলামি জঙ্গি গোষ্ঠি গত কয়েক মাসে উত্তর মালিতে বেশ কয়েকটি আত্মঘাতী হামলা চালিয়েছে।

জাতিসংঘ মিশনের মুখপাত্র অলিভিয়ের সালগাদো জানিয়েছেন, নিজেকে বিস্ফোরিত করার আগে ওই আত্মঘাতী বোমা হামলাকারী চেকপয়েন্টের কাছে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আসে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ বোমা হামলায় চারজন অংশ নিয়েছিলো এবং সবাই নিহত হয়েছে।

মালিতে ইসলামি জঙ্গিগোষ্ঠিকে নিয়ন্ত্রণে আনতে জাতিসংঘ মিশনে ৬ হাজার সেনাসদস্য কাজ করছে। দেশটিতেকর্মরত জাতিসংঘ বিশেষ প্রতিনিধি জঙ্গি গোষ্ঠির বোমা ও রকেট হামলাসহ বিভিন্ন হামলার পরিপ্রেক্ষিতে এ মাসের শুরুতে শান্তিরক্ষী ও হেলিকপ্টারের সংখ্যা বাড়াতে বলেছেন জাতিসংঘকে।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন হামলার পরে বলেন, এ হামলা জাতিসংঘকে তার স্থির সংকল্প থেকে দূরে সরাতে পারবে না। জাতিসংঘ শান্তিরক্ষায় মালিতে কাজ করবে।