শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ , ৭ই বৈশাখ, ১৪৩১ , ১০ই শাওয়াল, ১৪৪৫

হোম > লাইফস্টাইল > আধুনিক প্রযুক্তির ব্রা

আধুনিক প্রযুক্তির ব্রা

শেয়ার করুন

লাইফস্টাইল ডেস্ক ॥ ব্যাটারীতে চলবে ব্রা। কাপড়ের ব্রার থেকে বেশি কাজে দেবে। মানুষের যেমন উদ্ভট উদ্ভট সাধের শেষ নেই , ঠিক তেমনি সেই স্বাধ পুরনে আছে উদ্ভট উদ্ভট আবিষ্কার। মানুষও তার উদ্ভাবনি শক্তি দিয়ে বাজারে নিয়ে আসছে নতুন নতুন পণ্য সামগ্রী। আর সে পণ্য যদি হয় নারীদের অন্তর্বাস নিয়ে তাহলেতো আর কথাই নেই; খুব তড়াতাড়িই তা পেয়ে যায় ব্যাপক পরিচিতি। আর এমনই এক পণ্য মেয়েদের অন্তর্বাস- যাতে যুক্ত করা হেয়ে এলইডি প্রযুক্তি।

উদ্ভাবক মনে করছেন, এর ফলে নারীরা তাদের সম্পদকে আরো মোহনীয় করে প্রকাশ করতে পারবেন। এই বিশেষ অন্তর্বাসটি এমনভাবে তৈরী করা যার ফলে কিভেজ আরো গভীরভাবে দেখা যাবে; এবং নিয়ন আলোয় তা আরো বেশি আকর্ষণীয় দেখাবে।

আর এই অন্তর্বাস এখন বাজারে পাওয়া যাচ্চে মাত্র ৫০ থেকে ৭০ ডলারে। আর এই ইশেষ ধরনের ববন্ধনির সাথে থাকছে দুটি ব্যাটারী, যা প্রায় ২৪ ঘন্টা স্থায়ী হয়।