শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > আফগানিস্তানে যাচ্ছে মার্কিন কমান্ডো বাহিনী

আফগানিস্তানে যাচ্ছে মার্কিন কমান্ডো বাহিনী

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
আফগানিস্তানে আরো পাঁচ হাজার সেনা মোতায়েনের আহ্বান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে জানাবে দেশটির সামরিক বাহিনী। আগামী সপ্তাহের মধ্যে এ অনুরোধ মার্কিন প্রেসিডেন্টের কাছে জানানা হবে বলে মার্কিন শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন।

মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আফগানিস্তানে তিন থেকে পাঁচ হাজার প্রচলিত সেনা মোতায়েনের আহ্বান জানাবে পেন্টাগন। তালেবানের বিরুদ্ধে লড়াইরত আফগানিস্তানের সেনা এবং পুলিশ বাহিনীকে উপদেশ এবং সহায়তা দেয়ার অজুহাতে এ সব মার্কিন সেনা মোতায়েনে আহ্বান জানান হবে।

পাশাপাশি স্পেশাল অপারেশন সেনা হিসেবে পরিচিত মার্কিন কমান্ডোদেরও দেশটিতে মোতায়েনের পরিকল্পনা নিয়েছে পেন্টাগন। আল-কায়েদা এবং তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যু্দ্েধর অজুহাতে এ সব সেনা মোতায়েন করা হবে। অবশ্য কতো কমান্ড মোতায়েন করা হবে সে সম্পর্কে কিছু বলা হয় নি। বর্তমানে প্রায় আট হাজার চারশ’ মার্কিন সেনা এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর আরো পাঁচ হাজার সেনা আফগানিস্তানে রয়েছে।