বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > আফগানিস্তানে ৪,০০০ সেনা পাঠাচ্ছে আমেরিকা

আফগানিস্তানে ৪,০০০ সেনা পাঠাচ্ছে আমেরিকা

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
আফগানিস্তানে আরো অন্তত ৪,০০০ সেনা পাঠাতে যাচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা এ খবর জানিয়ে বলেছেন, এসব সেনার মধ্যে মার্কিন বিশেষ বাহিনীর সদস্য থাকবে কয়েকশ।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, আগামী সপ্তাহের গোড়ার দিকে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

সম্প্রতি ম্যাটিস মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বলেছিলেন, আফগান যুদ্ধে আপাতত জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। তখনই পর্যবেক্ষকরা বলেছিলেন, যুদ্ধবিধ্বস্ত দরিদ্র দেশটিতে আরো বেশি সৈন্য পাঠানোর অজুহাত হিসেবে এ দাবি করেছেন ম্যাটিস।

আফগানিস্তানে বর্তমানে ৮,৪০০ মার্কিন সেনার পাশাপাশি ন্যাটো জোটের অন্যান্য দেশের আরো ৫,০০০ সেনা মোতায়েন রয়েছে। পেন্টাগন নিজে আফগানিস্তানে ৪,০০০ অতিরিক্ত সেনা পাঠানোর পাশাপাশি ন্যাটোভুক্ত দেশগুলোকেও দেশটিতে আরো ৫,০০০ সেনা পাঠানোর আহ্বান জানিয়েছে ।

২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তানে তালেবান বিরোধী যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করে আমেরিকা। বর্তমানে দেশটির সেনারা আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সামরিক উপদেশ দেয়ার কাজে নিয়োজিত রয়েছে বলে দাবি করে ওয়াশিংটন। কিন্তু এবার দেশটিতে অতিরিক্ত সৈন্য পাঠানোর সিদ্ধান্তের অর্থ হচ্ছে, আফগানিস্তানে আবার তালেবান বিরোধী যুদ্ধে জড়াতে যাচ্ছে আমেরিকা।