বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > খেলা > আবারও আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড় মোহাম্মদ সালাহ

আবারও আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড় মোহাম্মদ সালাহ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন বিশ্বনন্দিত মিসরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো তিনি এ পুরস্কার অর্জন করেন।

মঙ্গলবার সেনেগালের রাজধানী ডাকারে এক অনুষ্ঠানে সালাহ’র হাতে বর্ষসেরার পুরস্কার তুলে দেন লাইবেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমাদ আহমাদ ও দেশটির সাবেক তারকা স্ট্রাইকার জর্জ উইয়া।

বর্ষসেরা হতে ভোটের মাধ্যমে সালাহ পেছনে ফেলেন তারই ক্লাব সতীর্থ সেনেগালের সাদিও মানে ও আর্সেনালের গ্যাবন স্ট্রাইকার পিয়েরি-এমরিক আবামেয়াংকে।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে যোগ্যতা অর্জনের জন্য লিভারপুলের নেতৃত্বাধীন ২০১৮ সালের সফল সাফল্যের পর মোহাম্মদ সালাহকে সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত করা হয়।

গত মৌসুমে তার ক্লাব লিভারপুলকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিয়ে যেতে দারুণ অবদান রেখেছিলেন এই স্ট্রাইকার। তার হাত ধরেই দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে অংশ নেয় মিসর।