শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > রাজনীতি > আবারও এরশাদের ঘরে ফিরছেন বিদিশা

আবারও এরশাদের ঘরে ফিরছেন বিদিশা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ তার সাবেক স্ত্রী বিদিশাকে সংসারে ফিরে আসার প্রস্তাব দিয়েছেন। অবশ্য, এই প্রস্তাবের সঙ্গে দু’টি শর্তও জুড়ে দিয়েছেন জেনারেল (অব) এরশাদ, প্রথম স্ত্রী রওশন এরশাদের কাছে মা চাইতে হবে বিদিশাকে এবং আমৃত্যু রওশন এরশাদকে ‘বড়আপার’ প্রাপ্য সম্মানটুকু দিতে হবে। এরশাদের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, এরশাদের প্রস্তাবকে ইতিবাচকভাবেই বিবেচনা করছেন বিদিশা।
ওই সূত্র দাবি করেছে, স্বল্প সময়ের মধ্যে আবারো এক সাথে থাকা শুরু করবেন এরশাদ-বিদিশা।
বিদিশা ও এরশাদের ডির্ভোস প্রসঙ্গে ঐ একই সূত্র জানায়, এরশাদ মনে করেন, ইসলামী শরীয়া মোতাবেক তাদের বিয়ে বিচ্ছেদ বা তালাক হয়নি। ফলে তারা চাইলেই কোন ঝুটঝামেলা ছাড়াই আবারো সংসার শুরু করতে পারেন। ইসলামের দৃষ্টিতে তাদের সংসার শুরুতে কোন বাধা নেই বলেই বিশ্বাস করেন সাবেক এই জেনারেল।
বিদিশার জন্ম ১৯৭১ সালের ৬ মার্চ। শৈশব ও কৈশোর কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মাত্র ১৪ বছর বয়সে বিযে দেয়া হয় তাকে ইংল্যান্ডের নাগরিক পিটার উইসনের সঙ্গে। বিদিশা লেখাপড়া করেছেন ইংল্যান্ড ও সিঙ্গাপুরে। ফ্যাশন ডিজাইনিংয়ের উপর ডিগ্রি নিয়েছেন তিনি লা-সালের সিঙ্গাপুর শাখা থেকে। ১৯৯৮ সাল থেকে জড়িয়ে পড়েন তিনি সাবেক সেনাশাসক এইচ এম এরশাদের সঙ্গে এক গভীর সম্পর্কে। এর পরিণতিতে বিয়ে, সংসার। ২০০৫ সালে ভেঙ্গেও যায় এ বিয়ে। তাঁর আত্মজৈবনিক গ্রন্থ ‘শত্রুর সঙ্গে বসবাস’ এবং ‘স্বৈরাচারের প্রেমপত্র’ ।