শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধে কানাডায় চার্জশিট

আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধে কানাডায় চার্জশিট

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ পদ্মাসেতু দুর্নীতির মামলায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে কানাডার পুলিশ।

এ প্রকল্পের ঠিকাদারি কাজ পাইয়ে দিতে ঘুষ কেলেঙ্কারির ষড়যন্ত্রের সঙ্গে বাংলাদেশের সাবেক এ প্রতিমন্ত্রী জড়িত ছিলেন এমন অভিযোগ এনেই প্রতিবেদন
দিয়েছে রয়েল কানাডিয়ান রয়েল মাউন্টেড পুলিশ(আরসিএমপি)।

গত ২৬ সেপ্টেম্বর পদ্মা সেতু দুর্নীতি মামলার অন্যতম দুই আসামি বাংলাদেশের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং জুলফিকার আলী
ভুঁইয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে কানাডার রাষ্ট্রীয় পুলিশ আরসিএমপি। ওইদিন চার্জশিট দাখিল করলেও শনিবার সকালে এ তথ্য প্রকাশ পায়।

এসএনসি-লাভালিনের একটি ডিভিশনের সাবেক সিনিয়র নির্বাহী কেভিন ওয়ালেসকে গ্রেপ্তারের পর অপর দুই আসামির বিরুদ্ধে টরন্টোর কুইন স্ট্রিটে অবস্থিত
অন্টারিও ফেডারেল কোর্ট অব জাস্টিসে কানাডার ঘুষ বিরোধী আইন ‘করাপশন অব ফরেন পাবলিক অফিসিয়ালস অ্যাক্ট’-এর সেকশন ৩(১)(বি)-তে পৃথকভাবে এক কাউন্টের চার্জশিট দাখিল করা হয়েছে।

আরসিএমপি’র কেন্দ্রীয় মিডিয়া অফিসার কর্পোরাল লুসি শোর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পাবলিক প্রসিকিউশন সার্ভিস অব কানাডা (পিপিএসসি) এর একটি দায়িত্বশীল সূত্র থেকে জানতে পেরেছে, কোনো ব্যক্তির অনুপস্থিতে
সাধারণভাবে কানাডার আদালতে কোনো বিচার হয় না।

ওই সূত্র জানায়, বাংলাদেশের প্রভাবশালী লবিস্ট আবুল হোসান চৌধুরী কানাডায় নেই,ফলে এই মুহুর্তে তাকে আদালতে বিচারের মুখোমুখি করারও সুযোগ নেই।