মঙ্গলবার , ১৯শে মার্চ, ২০২৪ , ৫ই চৈত্র, ১৪৩০ , ৮ই রমজান, ১৪৪৫

হোম > বিনোদন > আর দেখা যাবে না আন্ডারটেকারকে, তারকাদের শ্রদ্ধা

আর দেখা যাবে না আন্ডারটেকারকে, তারকাদের শ্রদ্ধা

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥
তিনি ভয়ঙ্কর, তিনি জয়ের নেশায় উন্মাদ। তিনি সুপারস্টার। তিনি কিংবদন্তি। ১৯৯০ সালের ২২ নভেম্বর শুরু করেছিলেন যাত্রা। এর সমাপ্তি ঘোষণা করলেন ২০২০ সালের ২২ নভেম্বর। হ্যাঁ, ৩০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন জনপ্রিয় রেসলার আন্ডারটেকার।

আর কখনোই ভয়ঙ্কর এই রেসলারকে মঞ্চ কাঁপাতে দেখা যাবে না।

জনপ্রিয় এই রেসলারের অবসরে মন খারাপ হয়েছে কোটি ভক্তের। যাদের মাঝে রয়েছেন বলিউডের তারকারাও।

বলিউড তারকা অভিষেক বচ্চন তার এক টুইট বিবৃতিতে বলেন, ‘খুব ছোটবেলা আপনাকে দেখে বিস্মিত হয়েছি। সেই ঘোর যে এখনো কাটেনি। আপনি অসাধারণ। পুরো রেসিং দুনিয়া আপনাকে মিস করবে। আপনি সত্যিই কিংবদন্তি।’

আন্ডারটেকারের বিদায়বেলায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন আরেক জনপ্রিয় রেসলার এবং হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। ‘দ্য রক’খ্যাত এ তারকা এক টুইট বার্তায় বলেন, ‘আজ থেকে ৩০ বছর আগের অসাধারণ একটি অভিষেক হয়েছিল তোমার। আমি ধন্য হয়েছি তোমার সঙ্গে রিং শেয়ার করতে পেরে। ধন্যবাদ কিংবদন্তি।’

মার্কিন সঙ্গীতশিল্পী সারাইয়া তার এক টুইটে লেখেন, ‘আন্ডারটেকার মানেই ছোটবেলা থেকে অন্যরকম ভালোবাসা। আমার পুরো পরিবারই আপনার ভক্ত। আপনি সত্যিই অসাধারণ।’

আরেক তারকা অভিনেতা এবং রেসলার জন সিনা লিখেছেন, ‘তিন দশক ধরে রেসলিংয়ে আধিপত্য দেখিয়েছ তুমি। জানি না এমনটা আর কারও পক্ষে সম্ভব হবে কিনা। সত্যি নিজেকে গর্বিত মনে করছি তোমার সঙ্গে একই রিং শেয়ার করতে পেরে। ভালো থাকবেন কিংবদন্তি।’

প্রসঙ্গত, ১৯৯০ সালের ২২ নভেম্বর সারভাইভর দিয়ে রেসলিং যাত্রা শুরু করেন আন্ডারটেকার। তার ব্যতিক্রমী ব্যক্তিত্ব খুব তাড়াতাড়ি আকৃষ্ট করে সে সময়ের দর্শকদের। তার ঝুলিতে রয়েছে রেসলিংয়ের সবগুলো বড় টাইটেল ও স্বীকৃতি।