শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > আলাস্কায় বিমান দুর্ঘটনায় নিহত ১০

আলাস্কায় বিমান দুর্ঘটনায় নিহত ১০

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সোলডোটনা বিমানবন্দরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় বিমানটির পাইলটসহ ১০ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। পাইলট ছাড়া বিমানটিতে ৯ আরোহী ছিলেন। প্রাথমিকভাবে নিহত আরোহীদের পরিচয় প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের বিমানচালনা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। আলাস্কার ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। স্থানীয় সময় সকাল ১১ টা ২০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি মাটিতে আছড়ে পড়ে বিধ্বস্ত হওয়ার পরই তাতে আগুন ধরে যায়। তবে কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ন্যাশনাল ট্র্যান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আলাস্কায় একটি তদন্ত দল পাঠিয়েছে। বিমানটি ওড়ার সময় নাকি অবতরণের সময় এ দুর্ঘটনায় পড়েছিল, তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এদিকে স্যান ফ্র্যান্সিসকোতে এশিয়ানা এয়ারলাইন্সের একটি বোয়িং-৭৭৭ বিমান বিধ্বস্ত হয়ে ২ জন নিহত ও ১৮০ জন আহত হওয়ার মাত্র একদিন পরই এ ঘটনা ঘটলো।