শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > আলোচনায় বসতে প্রস্তুত বিএনপি

আলোচনায় বসতে প্রস্তুত বিএনপি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ আলোচনা প্রস্তুত বিএনপি। তবে সংসদে নয়, সংসদের বাইরে। সংসদ আলোচনার জায়গা নয়, বিতর্কের জায়গা। তাই সংসদের বাইরে আলোচনা হতে পারে। সংসদে এসে বিল উত্থাপন করা যেতে পারে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। চার সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা। অপরদিকে এমকে আনোয়ারের নেতৃত্বে বিএনপির নেতৃস্থানীয় ১০ নেতা আলোচনা অংশ নেয়।
এমকে আনোয়ার বলেন, “আলোচনার জন্য আমরা প্রস্তুত। বিগত তত্ত্বাবধায়ক সরকার যেভাবে ছিল, সেভাবে যে নতুন সরকার হতে হবে এমনটা নয়। উপদেষ্টা কারা হবেন, তাদের মেয়াদ কতদিন হবে সে ব্যাপারে আলোচনা হবে। যদি সেই সরকার নির্দিষ্ট সময়ে নির্বাচন না করতে পারে, তাহলে কী হবে- এ ব্যাপারে আলোচনা হতে পারে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সংসদ আলোচনার জায়গা নয়, বিতর্কের জায়গা। আলোচনা বাইরে হতে পারে। তবে সেই আলোচনায় যা আসবে, সেটি পাস করার ক্ষেত্রে সংসদের প্রয়োজন হবে। কারণ, সংসদে আগেই ভোটাভুটি হলে তাদের (আওয়ামী লীগ) পক্ষেই সিদ্ধান্ত যাবে, কারণ তারাই সংখ্যাগরিষ্ঠ।”

অন্যদিতে রাষ্ট্রদূত উইলিয়াম হানা বলেছেন, বাংলাদেশে যে রাজনৈতিক সংকট চলছে, নির্বাচনের আগেই সে সংকটের সমাধান হওয়া উচিত। এ সময় তিনি সংলাপের মাধ্যমে প্রধান দুটি দলকে সংকট সমাধানের আহ্বান জানান।

এর আগে প্রতিনিধিদলটি আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করে বিরোধী দলের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছিল।