শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > আশা’র স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি

আশা’র স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ আশা-সংস্থার দলীয় সদস্যদেরকে স্বাস্থ্য বিষয়ক সচেতন করার লক্ষ্যে সপ্তাহ ব্যাপী সারাদেশে ‘সুষম খাদ্য, পুষ্টি ও পুষ্টিহীনতার প্রতিকার’ বিষয়ক কর্মসূচির ব্যবস্থা নেয়া হয়েছে। স্বাস্থ্য বিষয়ক এই কর্মসূচিতে সারাদেশে আশার ১৩৫৫৫ কর্মী দ্বারা ১৯০০০০ দলে আশাভুক্ত সদস্যদের সারা দেশব্যাপী ৪৫৫৮০০০ দলীয় সদস্য’র পাশাপাশি তাদের পরিবারভুক্ত অন্তত আরও ১ কোটি ৩৬ লাখ মানুষ স্বাস্থ্যে সচেতনতামূলক সুবিধা পাবে। এর অংশ হিসেবে গতকাল ঢাকা (সাভার) জেলার আজমপুর অঞ্চলের উত্তরখান ব্রাঞ্চের ডালিয়া ভূমিহীন মহিলা সমিতির ২৫ জন সদস্যকে ‘সুষম খাদ্য, পুষ্টি ও পুষ্টিহীনতার প্রতিকার’ সম্পর্কে কার্যকরী আলোচনার মাধ্যমে সচেতন করে তোলা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা-ঢাকা (সাভার) জেলার ডিস্ট্রিক ম্যানেজার মো. আমিরুল ইসলাম, আশা-আজমপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার (আরএম) আনোয়ার জাহিদ, উত্তরখান ব্রাঞ্চের ম্যানেজার এমএ ফারুক হোসাইন, কাচকুড়া ব্রাঞ্চের বিএম দেলোয়ার হোসেন ও দক্ষিণখান ব্রাঞ্চের ম্যানেজার রফিকুল ইসলাম।