শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > আসন্ন ইউপি নির্বাচনে ঝিনাইদহে আ’লীগের দলীয় মনোনয়ন প্রার্থী বাছাই কার্যক্রম শুরু

আসন্ন ইউপি নির্বাচনে ঝিনাইদহে আ’লীগের দলীয় মনোনয়ন প্রার্থী বাছাই কার্যক্রম শুরু

শেয়ার করুন

ঝিনাইদহ প্রতিনিধি ॥
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শৈলকুপায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রার্থী বাছাই কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যেই উপজেলার ২ নং মির্জাপুর, ১৫ নং ফুলহরি ও ১৪ নং দুধসর ইউনিয়নে ভোটের মাধ্যমে প্রার্থী বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ করেন উপজেলা আওয়ামীলীগ। মঙ্গলবার ১৪ নং দুধসর ইউনিয়নের ভাটই মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই ভোট গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা প্রমুখ। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করা হয়। ৩৫ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন টি,এ রাজু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাবুদ্দিন শাবু পেয়েছেন ৩২ ভোট ও মিল্টন জর্দ্দার পেয়েছেন ১৩ ভোট।
এর আগে ২ নং মির্জাপুর ইউনিয়নে প্রথম স্থান অধিকার করেছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন ও ১৫ নং ফুলহরি ইউনিয়নে জামিনুর রহমান বিপুল।
আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতিকে নির্বাচন করার লক্ষে দলীয় মনোনয়নপ্রাপ্তরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।