শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > অর্থ-বাণিজ্য > আয়কর ফাঁকি সব দেশেই ঘটে তবে বাংলাদেশে কম

আয়কর ফাঁকি সব দেশেই ঘটে তবে বাংলাদেশে কম

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ আয়কর ফাঁকির ঘটনা শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর সব দেশেই এ ঘটনা ঘটে থাকে। তবে সেটা কোথাও কম আবার কোথাও বেশি। সেই তুলনায় বাংলাদেশে আয়কর ফাঁকির পরিমাণ খুবই কম বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের ২০১৩-১৪ মেয়াদের কমিটির অভিষেক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।
তিনি বলেন, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আয়কর বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আয়কর বিভাগকে যথাপোযুক্ত কার্যকর করেছে।

সংগঠনের সভাপতি ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন, সহ-সভাপতি কর-কমিশনার আব্দুর রাজ্জাক, অতিরিক্ত কর কমিশনার আলমগীর হোসেন, লুৎফুল আজিম প্রমুখ।