শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > আ.লীগের অবস্থা উট পাখির মতো

আ.লীগের অবস্থা উট পাখির মতো

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের অবস্থা উট পাখির মতো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

‘বর্তমান সংবিধানের আলোকে নির্বাচন হবে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, ‘বালু ঝড়ে উট পাখি যেমন মুখ লুকায় আওয়ামী লীগেরও সে অবস্থা হয়েছে। আশা করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে।’

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করতে হবে। এছাড়া যদি কোনো সংঘাতের সৃষ্টি হয় তাহলে তার দায়ভার সরকারকেই নিতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বিএনপির মধ্যে স্বেচ্ছাসেবক দল সবচেয়ে শক্তিশালী সংগঠন। সামনের আন্দোলন সংগ্রামে সংগঠনটি আরো সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা করি।’

এর আগে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান মির্জা ফখরুল।

এসময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারি বাবুসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।