শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু

ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
গাজীপুরের টঙ্গীতে চলছে তিন দিনব্যাপী ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে যোগ দিয়েছেন ৬৪ জেলার কয়েক লাখ মানুষ। এবারের ইজতেমায় লোক সমাগম বেশি হওয়ায় মূল ময়দানে স্থান না পেয়ে রাস্তার পাশে তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছেন অনেকেই। ইজতেমায় এসে শুক্রবার (১০ জানুয়ারি) রাতে আরও চার মুসল্লি মারা গেছেন। এনিয়ে এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা ৯ মুসল্লি মারা গেলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান জানান, শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বার থানার ডিমলা গ্রামের আবদুস সোবহানের ছেলে তমিজ উদ্দিন (৬৫), বাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তোল্লা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহজাহান (৬০), বরিশালের গৌরনদী থানার খালিজপুর গ্রামের হাতেম আলী বয়াতীর ছেলে আলী আজগর (৭০), নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ কলাবাগান গ্রামের ওসমান গনির ইউসুফ মেম্বার (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এছাড়া শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর চারঘাট থানার বনকির গ্রামের রহিম উদ্দিনের ছেলে আবদুর রাজ্জাক (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ নিয়ে এবারে ইজতেমায় আগত ৯ জন মুসল্লি মারা গেলেন।