বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ , ৫ই বৈশাখ, ১৪৩১ , ৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > ইতালিতে পুলিশের সঙ্গে বাংলাদেশি তরুণীর বিয়ে

ইতালিতে পুলিশের সঙ্গে বাংলাদেশি তরুণীর বিয়ে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ইতালির বাংলাদেশি এক তরুণীকে পেম করে বিয়ে করেছেন দোমেনিকো তামবুররিনো নামে এক পুলিশ সদস্য।

তারা দীর্ঘদিনের প্রেমের ইতি টেনে অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হন। ইতালির গণমাধ্যমে প্রকাশ হওয়ায়র বেশ আলোচনা এটি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

গণমাধ্যমে জানা গেছে, বাংলাদেশি বংশোদ্ভূত ২৫ বছর বয়সী তরুণী সুমাইয়ারা তুরিন সিটিতে পলিট্যাকনিক ইন্সটিটিউটে পড়ার সময় প্রথম পরিচয় হয় ইতালির ওই পুলিশ সদস্যের সঙ্গে। রাজধানী তুরিনে ধীরে ধীরে ভালো লাগা থেকে তাদের ভালোবাসা হয়। অতঃপর ১৪ সেপ্টেম্বর সোমবার দক্ষিণ ইতালির কাম্পানিয়া বিভাগের সালের্নো প্রভিন্সের মাইওরি পৌর এলাকায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বর ইতালিয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্যারামিলিটারি পুলিশ ফোর্স ‘ক্যারাবিনিয়ারি’র মার্শাল হিসেবে কর্মরত উত্তর-পশ্চিম ইতালির পিয়েমন্তে বিভাগের তুরিন প্রভিন্সে।

মহামারী করোনার কারনে বাংলাদেশের সঙ্গে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ থাকায় কনের পরিবারের কেউই ইতালিতে আসতে পারেননি।

উল্লেখ্য, বিয়ের অনুষ্ঠানে বর দোমেনিকো তার ইউনিফর্ম পড়েন আর লাল রঙের শাড়িতে সাজেন বাংলাদেশি বধূ সুমাইয়ারা।