শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > ইতালির ‘গুপ্ত মসজিদগুলো’ বন্ধের হুমকি

ইতালির ‘গুপ্ত মসজিদগুলো’ বন্ধের হুমকি

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো ‘সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের’ অংশ হিসেবে ইতালিতে ‘গুপ্ত ও অননুমোদিত’ মসজিদগুলো বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার ইতালির লিসি শহরে সন্ত্রাসবাদ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন,‘ইতালিতে আমাদের চারটি মসজিদ আর ৮’শটি নামাজের স্থান রয়েছে।’

‘আমরা গুপ্ত আর অনিয়ন্ত্রিত স্থানগুলো বন্ধ করতে যাচ্ছি। এর উদ্দেশ্য ধর্মের ক্ষতি করা নয় বরং যাতে যথাস্থানে একে (ধর্ম) পালন করা যায়,’ দাবি করেন আলফানো।

স্থানীয় কর্তৃপক্ষে বাধায় মসজিদ নির্মাণ দুরূহ হওয়ার কারণে ইতালির ১০ লাখ মুসলমানের অনেকেই অনিবন্ধিত স্থানে নামাজ আদায় করতে বাধ্য হন।

ইতালিতে ইসলামিক স্টেটের হামলার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।