শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > ইনানীতে ট্রলারডুবি > ভেসে এলো আরও ৩ রোহিঙ্গার লাশ

ইনানীতে ট্রলারডুবি > ভেসে এলো আরও ৩ রোহিঙ্গার লাশ

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥

উখিয়ার ইনানী সমুদ্র সৈকতের কাছাকাছি এলাকায় রোহিঙ্গাবাহী ট্রলার ডুবির ঘটনায় আরও ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে এসব মৃতদেহ কক্সবাজারের ইনানী সৈকতে ভেসে আসে।

এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জন। সাগরপথ পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে এসব নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এরআগে, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ইনানী সৈকতের পাটুয়ারটেক নামক স্থানে ৩টি ট্রলার ডুবে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৬ জনের লাশ উদ্ধার করা হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা যায়।

উল্লেখ্য, মিয়ানমার বাহিনীর নির্যাতনে পালিয়ে আসা রোহিঙ্গারা সাগর পথ পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে নিয়মিতই নৌকা ডুবির ঘটনা ঘটছে। নৌকাডুবিতে এ পর্যন্ত অন্তত দেড় শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষের মৃত্যু হয়েছে।