মঙ্গলবার , ১৬ই এপ্রিল, ২০২৪ , ৩রা বৈশাখ, ১৪৩১ , ৬ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > ইরাকে বিক্ষিপ্ত হামলায় ২৫ জন নিহত

ইরাকে বিক্ষিপ্ত হামলায় ২৫ জন নিহত

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইরাকের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় কমপক্ষে ২৫ ব্যক্তি নিহত ও ৪৭ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বেশিরভাগ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির নিরাপত্তাবাহিনী। খবর-আলজাজিরা ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।

জানা যায়, ইরাকের রামাদি শহরে এক ট্যাঙ্কের পাশে আত্মঘাতি বোমা হামলা হয়। এ সময় ১০ জন সৈন্য ও ৪ জন বেসামরিক ব্যক্তি নিহত হন। এছাড়া রাজধানী বাগদাদের ৬০ কিলোমিটার দূরে দুজাইলে এক বিবাহ সংবর্ধনা অনুষ্ঠানে আরেকটি হামলার ঘটনা ঘটে। এতে ৬ জনের মৃত্যু ও অন্তত ২৫ জন আহত হন।

এদিকে বাগদাদ থেকে ৪০০ কিলোমিটার দূরে মসুল শহরে অচেনা বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই সৈনিক নিহত হয়েছেন। পূর্ব মসুল শহরে রাস্তার ধারে এক বোমা বিস্ফোরণের ঘটনায় আরও দুই পুলিশ নিহত হন। শহরের একই অংশে এক মহিলাও বন্দুকধারীর গুলিতে নিহত হন।