বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > ইলিয়াসের সন্ধান পায়নি দমদম কারা কর্তৃপ

ইলিয়াসের সন্ধান পায়নি দমদম কারা কর্তৃপ

শেয়ার করুন

কলকাতা প্রতিনিধি ॥ রহস্যজনকভাবে ঢাকা থেকে নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর কোনও সন্ধান পায়নি দমদম কেন্দ্রীয় কারাগার কর্তৃপ। পশ্চিমবঙ্গে অবশ্য কারাগারকে এখন সংশোধনাগার হিসেবে চিহ্নিত করা হয়। ইলিয়াস আলীর ভাইয়ের বরাত দিয়ে সংবাদ প্রকাশিত হয়ে যে, ইলিয়াস আলী কলকাতার দমদম বিমানবন্দরের কাছে একটি কারাগারে রয়েছেন। চ্যানেল আইয়ের লন্ডন স্টুডিওতে ’স্ট্রেইট ডায়ালগ’ অনুষ্ঠানে আছকির আলি এই দাবি করার পর প্রবল আলোড়ন তৈরি হয়। ২০১২ সালের ১৭ই এপ্রিল ইলিয়াস আলি তার ড্রাইভারসহ নিখোঁজ হন। এরপর অনেক অনুসন্ধান করেও তাকে পাওয়া যায়নি। ইলিয়াস আলির সন্ধানে র‌্যাব বেশ কয়েক জায়গায় অভিযানও চালিয়েছিল। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছিলেন যে, সরকারি কোনও সংস্থা ও র‌্যাব ইলিয়াস আলীকে জোর করে তুলে নিয়ে গিয়েছে। সরকারের কাছে তিনি ইলিয়াস আলীকে ফেরত দেয়ার দাবিও জানিয়েছিলেন। বিএনপি তাদের নিখোঁজ নেতাকে খুঁজে এনে দেবার জন্য হরতাল থেকে শুরু করে নানা আন্দোলন করে। কিন্তু এখনও তাকে পাওয়া যায়নি। তবে তার ভাইয়ের দাবির ভিত্তিতে দমদম কারাগারে ইলিয়াস আলি রয়েছেন কিনা তা খুঁজে দেখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে নির্দেশ আসার পর কারা কর্তৃপরে নির্দেশে ভাল করে অনুসন্ধান চালানো হয়। দমদম কারাগারের গত দু বছরের সমস্ত নথি ও ছবি মিলিয়ে দেখেও  ইলিয়াস আলী নামে কোনও বাংলাদেশির সন্ধান সেখানে পাওয়া যায়নি বলে কারাদপ্তর সুত্রে জানা গেছে। কেন্দ্রীয সরকারকে  সে কথা জানিয়েও দেয়া হয়েছে । এ ব্যাপারে কারাদপ্তরের কোনও আধিকারিক কিছু বলতে অস্বীকার করেন। অবশ্য দমদম জেলেই কয়েক মাস আগে ঢাকায় আন্তর্জাতিক  অপরাধ ট্রাইবুনালের সামনে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ সাী সুখরঞ্জন বালিকে খুঁজে পাওয়া গিয়েছিল। তাকে জোর করে সীমান্ত পার করে ভারতে ঢুকিয়ে দেয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেছিলেন। এখন অবশ্য তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।