শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > ইসকোয় উদ্ধার পেল রিয়াল

ইসকোয় উদ্ধার পেল রিয়াল

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ দিনের প্রথম খেলায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা লেভান্তেকে নিয়ে ছেলেখেলা করার পর দ্বিতীয় ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের দিকে নজর ছিল সবার। কিন্তু রিয়াল বেতিসের বিরুদ্ধে তাদের জয়টি হেসেখেলে আসেনি। শেষ মুহূর্তে ইসকোর গোলে কোন মতে ড্র এড়িয়ে জয় পেয়েছে তারা। প্রথমে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জেতে স্পেনের রাজধানীর দলটি। বার্সেলোনার হয়ে মেসির জোড়া গোলের দিন রিয়ালের হয়ে অনুজ্জ্বল ছিলেন প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। পুরো সময় মাঠে থেকেও নতুন কোচ কার্রো আনচেলত্তিকে কোন গোল উপহার দিতে পারেনি এই পর্তুগিজ উইঙ্গার। মাত্র একবার একটি গোলের সুযোগ পেলেও গোলবারের ওপর দিয়ে বল পাঠিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকা উপায় ছিলনা। সান্তিয়াগো বার্নব্যুতে ম্যাচ শুরুর ১৪ মিনিটের মাথায় রিয়াল সমর্থকদের স্তব্ধ করে দেন বেতিস তারকা জর্জ মলিনা। তিনি দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন এই সময়। কিন্তু বেশিণ পিছিয়ে থাকতে হয়নি রিয়ালকে। ২৬ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান করিম বেনজেমা। নিজেদের মাঠে জয়ের জন্য তখন মরিয়া রিয়াল। কিন্তু কাক্সিত সেই গোলের দেখা তারা আর পাচ্ছিল না। রোনালদোর একটি আক্রমণ গোলেবারের ওপর দিয়ে চলে গেলে তাদের হতাশা আরও বেড়ে যায়। মনে হচ্ছিল মওসুমের প্রথম ম্যাচে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে রিয়ালের। নতুন কোচ আনেচলত্তির কপালেও তখন ভাজ দ্বিগুণ। কিন্তু আনেচেলত্তির মুখে হাসি এনে দেন স্প্যানিশ মিডফিল্ডার ইসকো। খেলার শেষ বাঁশি বাজার মাত্র ৪ মিনিট আগে জয়সূচক গোলটি এনে দেন তিনি দলকে। রিয়াল মাদ্রিদ ও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা নিজেদের প্রথম খেলায় জয় পেয়েছে। তবে দুই দলের দুই ‘গোলের প্রতিদ্বন্দ্বী’ রোনালদোর চেয়ে প্রথম দিনেই এগিয়ে গেল মেসি। মেসি ২ গোল পেলেও রোনালদো এদিন দেখা পাননি কোন গোলের।