শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > ইসরাইলের সেনার কবলে পাঁচ বছরের শিশু

ইসরাইলের সেনার কবলে পাঁচ বছরের শিশু

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥ মাত্র পাঁচ বছর বয়সী ফিলিস্তিনের ওয়াদি মাওয়াদেহকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেছে ইসরাইলের সেনারা। তার অপরাধ সে ইসরাইলের সেনাদের ল্য করে একটি পাথর ছুড়ে মেরেছিল। কেবল টেনেহিঁচড়ে নিয়ে ান্ত হয়নি। এরপর শিশুটিকে চোখ বেঁধে তার বাবাকেও হাতকড়া পরিয়ে মানুষের সামনে দিয়ে পুলিশের চেক পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে। ইসরাইলের মানবাধিকার সংগঠন বি’ট সেলেম বলেছে সাত সেনা এবং একজন সেনাকর্মকর্তা মিলে ওয়াদিকে আটক করে হেবরনে দুই ঘণ্টা রেখেছিল। এরপর তাকে ফিলিস্তিনের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বি’ট সেলেম জানিয়েছে ওয়াদি’র মা সন্তানকে সেনাসদস্যদের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। আধ ঘণ্টা পর ওয়াদি’র বাবা ফিরে আসার পর দুজনকেই ইসরাইলের সেনাদের ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে ইসরাইলের এক লেফটেন্যান্ট কর্নেল আসার পর ওয়াদি’র বাবা তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেন। তিনি ওয়াদিকে পাথর ছোড়ার কারণ জিজ্ঞেস করেন এবং জনসম্মুখে এভাবে পিতাপুত্রকে ধরে আনার জন্য সেনাসদস্যদেরকে তিরস্কার করেন। তিনি বলেন এতে সেনাবাহিনীর ভাবমূর্র্তি নষ্ট হয়। এরপর ওয়াদি’র বাবার চোখের বাঁধন খুলে দিয়ে তাকে খাবার পানি দেয়া হয়। সেনারা পরে পিতাপুত্রকে ফিলিস্তিনের পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়।