বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ , ৫ই বৈশাখ, ১৪৩১ , ৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > ইসরাইল নামক দুষ্ট ত মুছে ফেলার আহ্বান

ইসরাইল নামক দুষ্ট ত মুছে ফেলার আহ্বান

শেয়ার করুন

বাংলাভুমি২৪ ডেস্ক ॥ ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট হাসান রুহানি ইসরাইলকে দুষ্ট ত বলে উল্লেখ করে একে মুছে ফেলার প্রত্যয় ব্যক্ত করেছেন। রোববার শপথ নেয়ার প্রাক্কালে বার্ষিক কুদস দিবসের সমাবেশে তিনি এ কথা বলেছেন বলে ইরানের গণমাধ্যম সূত্রে জানা গেছে। একই অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বলেছেন, ইসরাইলের মূল উৎপাটনের ল্েয আঞ্চলিক ঝড় শুরুর অপোয় রয়েছে। কুদস দিবসের মিছিলে অংশ নিয়ে ড. হাসান রুহানি এক সংবাদ সম্মেলনে বলেন, মধ্যপ্রাচ্যে এমন একটি ত রয়েছে যা বহু বছর ধরে মুসলিম বিশ্বের বুকে চেপে বসে আছে। এই তকে অপসারণ করতে হবে। মুসলমানদের প্রথম ক্বেবলা মসজিদুল আকসা ইসরাইলের দখলে থাকায় এ ত অপসারণের চেষ্টা করা প্রতিটি মুসলমানের কর্তব্য বলে তিনি উল্লেখ করেন।  তিনি আরও বলেন, বিশ্বের মুসলমানরা যাতে তাদের এই দায়িত্ব ভুলে না যায় সেজন্য প্রতি বছর কুদস দিবস পালন করা হয়। কুদস দিবসের বার্তা সম্পর্কে ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, নির্যাতিত ফিলিস্তিনি জাতি ইহুদিবাদীদের দখল থেকে তাদের মাতৃভূমি মুক্তির যে আন্দোলন করছে তার প্রতি রাজনৈতিক ও নৈতিক সমর্থন ঘোষণার জন্য বিশ্বের মুসলমানরা এ দিবস পালন করেন। রুহানি আরও বলেন, ইসরাইল আপস আলোচনার নামে সময়পেণ করে ফিলিস্তিনের ওপর নিজের জবর দখল চালিয়ে যেতে চায়। ইসরাইলিরা মনে করেছে, আলোচনার নামে বাহ্যিকভাবে তারা নিজেদের ‘শান্তিকামী’ চেহারা তুলে ধরে পেছনে দখলদারিত্ব চালিয়ে যেতে পারবে। কিন্তু মুসলিম বিশ্ব ইহুবিবাদীদের এ কাজ নির্বিঘ্নে করতে দেবে না। ড. হাসান রুহানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির অনুমোদন লাভ করার পর সংসদে তার শপথ গ্রহণের কথা রয়েছে। এদিকে বিদায়ী প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বলেছেন, ইসরাইলকে উচ্ছেদ করতে ঝড় আসছে। আল কুদস দিবস উপলে তেহরানের গতকাল সর্বশেষ ভাষণে আহমেদিনেজাদ বলেন, আল্লাহকে সাী রেখে আমি আপনাদের বলছি যে, ভয়াবহ একটি ঝড় আসছে যা ইহুদির ভিত্তিকে উৎপাটন করে দেবে। দীর্ঘ আট বছর ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী আহমেদিনেজাদ বলেন, এ অঞ্চলে ইসরাইলের কোন স্থান নেই।