শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > Uncategorized > ঈদযাত্রা বাতিল করছেন যাত্রীরা

ঈদযাত্রা বাতিল করছেন যাত্রীরা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ঈদের পর ১২ ও ১৩ আগস্ট হরতাল দেওয়ায় ছুটিতে বাড়ি যাওয়ার টিকিট ফিরিয়ে দিচ্ছেন যাত্রীরা। পরিবহনকর্মীরা জানান, আগাম টিকিট ফেরত দিয়ে যাত্রা বাতিল করেছেন যাত্রীরা। অন্যদিকে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানে বাসের টিকিট মিলছে না হরতালের কারণে।ঈদ করে অনেকেরই ১২ আগস্টই ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল। কারণ ঈদের পরই চাকুরীর কাজে যোগ দিতে হবে।

কিন্তু বাড়ি গেলে হরতালের কারণে তাঁরা ফিরতে পারবেন না। তাই ঈদযাত্রা বাতিল করেছেন অনেক যাত্রী।জামায়াতের ডাকা হরতালের কারণে শত শত মানুষের ঈদযাত্রার ও পরিবারের সাথে ঈদ করার আনন্দ মাটি হয়ে গেছে। রাজধানীর বাইরের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফেরার জন্য আগাম টিকিট বিক্রিও বন্ধ হয়ে গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, রাজধানীর সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে টিকিটের জন্য কোনো ভিড় নেই। রবিবার থেকে অগ্রিম টিকিটধারী যাত্রীদের একটি অংশ মহাসড়ক ও রেলপথে ঈদযাত্রা করবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন- যত বেশি যাত্রী হবে তাঁরা ধারণা করেছিলেন, তা হয়তো হবে না।