বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ , ১৪ই চৈত্র, ১৪৩০ , ১৭ই রমজান, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > উইনস্টেইনকে দেওয়া ফরাসী পদক ফিরিয়ে নেবেন ম্যাক্রোঁ

উইনস্টেইনকে দেওয়া ফরাসী পদক ফিরিয়ে নেবেন ম্যাক্রোঁ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥

অস্কার থেকে নাম কাটার পর এবার ফরাসী পদকও হারাবেন যৌন কেলেঙ্কারির অভিযোগ প্রাপ্ত মার্কিন প্রযোজক হার্ভে উইনস্টেইন। সম্প্রতি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স থেকে ডাকা ভোটে দুই-তৃতীয়াংশ ভোট যায় হার্ভের বিপক্ষে। ফলে ৮১টি পুরস্কার প্রাপ্ত ছবির প্রযোজককে চিরদিনের জন্য বাতিল করা হয় অস্কার থেকে।

উইনস্টেইনের উপর এ ধরনের অভিযোগ আসার পর তাকে নিয়ে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ২০১২ সালে সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি থেকে ‘দ্য আর্টিস্ট’ মুভির জন্য পুরস্কার পেয়েছিলেন উইনস্টেইন। অস্কার থেকে বাতিল ঘোষনার পর ফরাসি পুরস্কারটি প্রত্যাহার করার কথা জানান ম্যাক্রোঁ।

ফরাসি টিভিতে সাক্ষাতকার দেওয়ার সময় ম্যাক্রোঁ বলেন, ‘আমি তার (উইনস্টেইন) সম্মানি পুরস্কারটি প্রত্যাহারের কথা ভাবছি কারণ সে নিজেই তার সম্মান হারিয়েছে।’

পুরস্কার বাতিল ছাড়াও উইনস্টেইনের সকল অভিযোগের ভিত্তিতে দ্রুত প্রমাণ সামনে আনা ও সকল নারীদেরকে সামনে এসে দাড়ানোর আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট। ডেইলি মেইল