শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > শিক্ষাঙ্গন > উচ্চ শিক্ষার প্রসারে জাপানের সহায়তা

উচ্চ শিক্ষার প্রসারে জাপানের সহায়তা

শেয়ার করুন

ঢাকা: উচ্চ শিক্ষার প্রসারে জাপান সরকার বাংলাদেশকে ১৮ কোটি জাপানিজ ইয়েন বা বাংলাদেশি মুদ্রায় ১৪ কোটি টাকা সমপরিমাণের অনুদান সহায়তা দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শেরে বাংলা নগরস্থ এনইসি-২ সম্মেলন কক্ষে ‘জাপান হিউম্যান রির্সোস ডেভেলপমেন্ট স্কলার শিপ (জেডিএস)’ শীর্ষক প্রকল্পে এ অনুদান সহায়তা সই হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অনুদান সহায়তা ও বিনিময় নোটে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম আজাদ।

অপরদিকে জাপান সরকারের পক্ষে বিনিময় নোটে সই করেন বাংলাদেশে নিয়োজিত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোসীমা। এ ছাড়াও অনুদান চুক্তিতে সই করেন ঢাকায় ‍নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি ড. তাকোয়া টোডা।