শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > জাতীয় > উত্তরায় ট্রাস্ট ফ্যামিলি নিডস সুপারশপে জরিমানা

উত্তরায় ট্রাস্ট ফ্যামিলি নিডস সুপারশপে জরিমানা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় ট্রাস্ট ফ্যামিলি নিডস সুপারশপে অভিযান চালিয়ে পঁচাবাসি ইফতার ও অনুমোদনহীন গুঁড়া দুধ, চকলেট, চিপস, সাবান ও শ্যাম্পু জব্দ করেছেন র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিকে ১৭ লাখ টাকা জরিমানা করেন  ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের (র‌্যাব-১)নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা জানান, সুপারশপটি শনিবারের গ্রিল চিকেন,শিক কাবাব, রোস্ট, চিকেন শর্মা রোববারের ইফতারের জন্য বিক্রি করছিল।তাদের নোংরা রান্নাঘর থেকে পঁচা মুরগীর মাংস পাওয়া যায়।
এছাড়াও সুপারশপটি থেকে র‌্যাব বিএসটিআই অনুমোদনহীন গুঁড়া দুধ, বিস্কুট, চিপস, সাবান, শ্যাম্পু, টুথপেস্টসহ পাঁচ লাখ টাকার ৭৩টি পণ্য জব্দ করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন- র‌্যাব-১ এর সহকারী পরিচালক জিয়াউর রহমান, মৎস্য অধিদফতরের ফরমালিন বিষয়ক প্রকল্প পরিচালক ড. শামসুল কবীর, বিএসটিআই পরিদর্শক খালিদ রেজা চৌধুরী ও ডিসিসি দেিণর খাদ্য পরিদর্শক হারুন অর রশিদ।
সুপারশপ মালিক শফিকুল আলম জানান, অনুমোদনহীন এসব পণ্য পুরান ঢাকার চকবাজার ও গুলশানের লাগেজ পার্টি থেকে ক্রয় করা হয়েছিল।