শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > খেলা > উমর গুলকে পুরস্কৃত করল পিসিবি

উমর গুলকে পুরস্কৃত করল পিসিবি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
পাকিস্তানের তারকা পেসার উমর গুলকে সম্মান জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড বোলিং ফিগার ৬ রানে ৫ উইকেট নেয়ার জন্য তাকে পুরস্কৃত করেছেন বোর্ড চেয়ারম্যান এহসান মানি।

সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির কারণে পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচ পরিত্যক্ত হয়। এতে ২-০ ব্যবধানে সিরিজ জেতে বাবর বাহিনী। পরে নিজ কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গুলের হাতে ফলক তুলে দেন পিসিবি চেয়ারম্যান মানি।

আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ-২০০৯ সালের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওভার হাত ঘুরিয়ে মাত্র ৬ রান খরচায় ৫ উইকেট শিকার করেন গুল। তার অসাধারণ বোলিং নৈপুণ্যে ফাইনালে উঠে পাকিস্তান। পরে ফাইনালি লড়াইয়ে শ্রীলংকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে পাক ব্রিগেড। ওই টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এ ডানহাতি পেসার।

অজন্তা মেন্ডিসের আগে সবচেয়ে কম রানে বেশি উইকেট নেয়ার বিশ্বরেকর্ডটি ছিল গুলের দখলেই। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৬ রানে ৬ উইকেট নিয়ে সেই রেকর্ড ভেঙে ফেলেন লংকান স্পিন জাদুকর। তবে বর্তমানে রেকর্ডটি ভারতীয় পেসার দীপক চাহারের ঝুলিতে। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৩.২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৬ উইকেট লাভ করেন তিনি।

তথ্যসূত্র: দ্য ডন/জিইও টিভি।