শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > অর্থ-বাণিজ্য > ঋণ কমিয়ে আনবে বেসিক ব্যাংক

ঋণ কমিয়ে আনবে বেসিক ব্যাংক

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ এক বছরের ব্যবধানে বেসিক ব্যাংকের ঋণ প্রবৃদ্ধি হয়েছে ৪০ শতাংশের বেশি। এ সময়ে যেমন বেড়েছে খেলাপি ঋণ তেমনি মূলধন ঘাটতিতে পড়েছে ব্যাংকটি। নানা অনিয়মের মাধ্যমে ঋণ বিতরণ করায় রাষ্ট্রীয় মালিকানার বিশেষায়িত এ ব্যাংকটিতে এ অবস্থার তৈরি হয়েছে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। তবে আগামী ডিসেম্বরের মধ্যে ঋণ প্রবৃদ্ধি ১০ শতাংশে নামিয়ে আনার অঙ্গীকার ও খেলাপি ঋণ ৫ শতাংশ এবং মূলধনে কোন ঘাটতি থাকবে না- এমন আশ্বাসের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তিতে সই করেছে ব্যাংকটি। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র ম. মাহফুজুর রহমান বলেন, গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংক একটি সমঝোতা (এমওইউ) চুক্তিতে সই করেছে। এর মাধ্যমে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের আরও বেশি নজরে চলে আসলো। এখন থেকে প্রতি তিন মাস অন্তর কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠক হবে। এতে জবাবদিহিতা বাড়বে। আর এরই মাধ্যমে ব্যাংকটির নানা অনিয়ম অনেকাংশে কমে যাবে বলে আশা প্রকাশ করেন ম. মাহফুজ।
ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু ও ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো সমঝোতা চুক্তিতে (এমওইউ) সই করে গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে পাঠিয়েছেন। এর আগে বিভিন্ন সূচকের উন্নয়নে ব্যাংকের করণীয় বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের প থেকে বেসিক ব্যাংকে একটি প্রস্তাব পাঠানো হয়। গতকাল এসব প্রস্তাবে স্বার করে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর নির্দেশনা দেয়া হয়। নির্ধারিত দিনের একদিন আগে তারা এতে সই করে পাঠিয়েছে। অবশ্য এ ধরনের চুক্তি ব্যাংকটিকে দায়মুক্তির একটি মাধ্যম হিসেবে অনেকে মনে করেন। সূত্র জানায়, ব্যাংকের লোকসানি শাখা, ঋণ প্রবৃদ্ধি, খেলাপি ঋণ, মূলধন ও প্রভিশন ঘাটতি, পরিচালন ব্যয় ও আয়সহ সার্বিক সূচকের উন্নয়নে এ চুক্তির প্রস্তাব করে বাংলাদেশ ব্যাংক। এক সময় এ ব্যাংকের সব সূচক বেশ ভাল থাকলেও নানা অনিয়মের কারণে সামপ্রতিক সময়ে খুব খারাপ অবস্থা দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পরিদর্শনে ব্যাংকের বর্তমান কর্তৃপরে বিরুদ্ধে নানা অনিয়মের চিত্র ওঠে এসেছে। এসব কারণে সর্বশেষ প্রকাশিত গত মার্চে এসে খেলাপি ঋণ বেড়ে ৯.৩৬ শতাংশে ঠেকেছে এবং মূলধন ঘাটতি দেখা দিয়েছে ১২৮ কোটি টাকা। এ ছাড়া জুনে এসে সামগ্রিক ব্যাংক খাতের ঋণ প্রবৃদ্ধি ৯.৪১ শতাংশে থাকলেও বেসিক ব্যাংকের প্রবৃদ্ধি ৪০.১৩% হয়েছে। তবে এমওইউ চুক্তির ফলে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে প্রতি তিন মাসের অগ্রগতি নিয়ে বৈঠক করতে হবে। এতে করে অনিয়মের সুযোগ কমে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।