শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > জাতীয় > এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৪ শতাংশ

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৪ শতাংশ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবছর পাসের হার শতকরা ৭৪ দশমিক ৩০ ভাগ।

শনিবার সকালে সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

এবছর ১০ লাখ পরীক্ষার্থীর মধ্যে ৭ লাখ ৪৪ হাজার ৮৯১ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ১৯৭ জন।

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬১ দশমিক ২২, কুমিল্লা বোর্ডে ৬১ দশমিক ২৩, বরিশাল বোর্ডে ৭১ দশমিক ৬৯, যশোর বোর্ডে ৬৭ দশমিক ৪৯, সিলেট বোর্ডে ৭৯ দশমিক ১৩, ঢাকা বোর্ডে ৭৪ দশমিক ০৪, দিনাজপুর বোর্ডে ৭১ দশমিক ৯৮, ও রাজশাহী বোর্ডে ৭৭ দশমিক ৬৯ শতাংশ।

মাদ্রাসা বোর্ডে ৯১ দশমিক ৪৯ ও কারিগরি বোর্ডে ৮৫ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।