বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ , ৫ই বৈশাখ, ১৪৩১ , ৮ই শাওয়াল, ১৪৪৫

হোম > শিক্ষাঙ্গন > এইচএসসি ও সমমানের ফল ৩ আগস্ট

এইচএসসি ও সমমানের ফল ৩ আগস্ট

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ এক মাসের এইচএসসি ও সমমান পরীক্ষা দিতে এবার শিক্ষার্থীদের সময় লেগেছে প্রায় সোয়া দুই মাস। উত্তপ্ত ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে নানা উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে পরীক্ষার হলে হাজির হতে হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের।
আর শিক্ষার্থীদের সেই উৎকণ্ঠা যেন কাটছেই না। শিক্ষার্থীরা আশা করছিল, পরীক্ষা শুরু যেহেতু অনেক আগে হয়েছে, তাই পরীক্ষার খাতা দেখাও আগেই শুরু হবে।
সে হিসেবে একটু আগে ফল প্রকাশ করে তাদের জীবন থেতে চলে যাওয়া অতিরিক্ত দেড়মাসের কিছুটা হলেও পুষিয়ে দেয়া হবে। কিন্তু সে আশায় গুড়ে বালি।
ফলাফল প্রকাশ হবে আগের নিয়মেই। অর্থাৎ পরীক্ষা শেষ হবার দু’মাসের মধ্যে। আগামী ৩ আগস্ট বা তার দু’একদিন আগে প্রকাশ করা হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল।
শিক্ষা মন্ত্রণালয়রের একজন জেষ্ঠ কর্মকর্তা ফল প্রকাশের এ সম্ভাব্য তারিখ জানিয়ে বলেন, সে লক্ষ্যেই সব প্রস্তুতি এগিয়ে চলছে। আগে পরীক্ষা শুরু হলেও শেষ হতে সময় লাগায় ফলাফল প্রকাশে দেরি হচ্ছে বলে জানান তিনি।
তবে, গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও পরীক্ষা শেষ হবার ৬০ দিনের মধ্যেই ফল ঘোষণ করা হবে বলে নিশ্চিত করেন ওই কর্মকর্তা।
প্রসঙ্গত, গত ১ এপ্রিল সকাল ১০টায় সারাদেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা ২৮ মে শেষ হবার কথা থাকলেও হরতালসহ রাজনৈতিক অস্থিরতায় তা গড়ায় জুনের প্রথম সপ্তহে।
এবার এইচএসসি পরীক্ষায় দেশের  ১১টি বোর্ডে ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ২০১২ সালের চেয়ে এ সংখ্যা  ৮৫ হাজার ৭৬৭ জন বেশি।
এবারের এইচএসসি পরীক্ষায় ছাত্রছাত্রীর  সংখ্যা আট লাখ ২৩ হাজার ২৪১। আলিম পরীক্ষার্থী ৮৮ হাজার  ৭৭৯ জন। এছাড়া, এইচএসসি (বিএম/ ভোক) পরীক্ষার্থী ৯৫ হাজার ৯৫৬ জন। আর ডিআইবিএস পরীক্ষায় চার হাজার ৬০৫ জন শিক্ষার্থী অংশ নেয়।