শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > ‘এই সরকারের হাতে ইসলাম নিরাপদ নয়’-আন্দোলনে যাচ্ছে হেফাজত

‘এই সরকারের হাতে ইসলাম নিরাপদ নয়’-আন্দোলনে যাচ্ছে হেফাজত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ মে যৌথ বাহিনীর অ্যাকশনে অনেকটা বিধ্বস্ত হেফাজতে ইসলাম ফের মাঠে নামার পরিকল্পনা করছে। সংগঠনের আমির আল্লামা আহমদ শফী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, ১৩ দফার আন্দোলন চলবেই। তবে এবার পুরোপুরি রাজনৈতিক ভূমিকায় অবতীর্ন হচ্ছে হেফাজতে ইসলাম। তারা এবার শামিল হচ্ছে সরকার বিরোধী আন্দোলনে।

এদিকে, বিধ্বস্ত এ সংগঠনটি আগের অবস্থানে ফেরার জন্য তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে, ৫ মে হেফাজতে ইসলামের নিখোঁজ নেতাকর্মীদের তালিকা তৈরি করা হচ্ছে।

মতিঝিলে হামলার ঘটনা তদন্ত ও দোষীদের শাস্তি, আটক নেতাকর্মীদের মুক্তি, মিথ্যা অভিযোগের মামলা প্রত্যাহারসহ আগের ১৩ দফা দাবি নিয়ে খুব শিগগিরই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি।

এজন্যে ঈদের পরপরই ঘোষণা করা হবে আন্দোলনের কঠোর কর্মসূচি। হেফাজতে ইসলামের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তাদের দলীয় প্রধান আল্লামা আহমেদ শফি সৌদি আরব থেকে দেশে ফেরার পরপরই চূড়ান্ত করা হবে সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচি।

তাদের আন্দোলনের সঙ্গে কি ১৮ দলীয় জোটের কোন কর্মসূচির মিল থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে হেফাজতের মধ্যম সারির ওই নেতা বলেন, কৌশলগত কারণে এই মুহুর্তে তারা ১৮ দলীয় জোটের সঙ্গে একাত্ম হয়ে কোন কর্মসূচি দেবে না। তবে সব কিছু নির্ভর করবে পরিবর্তিত পরিস্থিতির উপর।

অন্যদিকে, সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে আহমেদ শফি আভাষ দিয়ে বলেছেন, তাদের সমর্থকরা বারবার তাগিদ দিচ্ছেন সরকারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি ঘোষণার।

সেখানে তিনি বর্তমান সরকারকে জালিম আখ্যায়িত করে বলেছেন এই সরকারের হাতে ইসলাম নিরাপদ নয়। ইসলাম এবং ঈমান আকিদা রার জন্যে তিনি প্রত্যেক ঈমানদার মুসলমানকে এগিয়ে আসার আহবান জানান।

হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার একজন দায়িত্বশীল নেতা জানান, তারা যখন ১৩ দফা নিয়ে আন্দোলন শুরু করেন তখন প্রোপট ছিল ভিন্ন। কাউকে মতায় বসানো বা কাউকে মতা থেকে সরানো তাদের উদ্দেশ্য ছিল না। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে।

মিডিয়া এবং সরকারের প্রতি ােভ প্রকাশ করে ওই নেতা বলেন, গত দু’তিন ধরে মিডিয়াগুলো তাদের হুজুরকে নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে, আর সরকারের নেতৃস্থানীয়রা যেভাবে ইন্ধন যোগাচ্ছেন তাতে করে হেফাজত কর্মীরা আর চুপ করে বসে থাকতে পারে না।

এজন্যে আমরা চাচ্ছি এর উপযুক্ত জবাব দিতে। সেই জবাবের ভাষা হবে সরকার বিরোধী আন্দোলন।

এদিকে নতুন কর্মসূচি নির্ধারণ প্রসঙ্গে সংগঠনের কেন্দ্রীয় নেতা মাওলানা আশরাফ আলী নিজামপুরী জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমৃত্যু আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে বহু আগেই। যা দিয়েছেন হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী।

তিনি বলেছেন, হেফাজতে ইসলাম আগের অবস্থানেই আছে। কিছু ইসলামবিদ্বেষী লোক সরকারকে ভুল বুঝিয়ে সাম্প্রতিক কিছু ঘটনাটি ঘটিয়েছে।

তিনি বলেন, আমাদের আন্দোলন ঈমান-আকিদা রার। এ ১৩ দফা দাবি সরকার বাস্তবায়ন না করা পর্যন্ত আন্দোলন চলবে এবং আমার মৃত্যুর পূর্বণ পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাব। অচিরেই হেফাজতের কেন্দ্রীয় কমিটির শীর্ষ আলেমদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে বলেও জানান তিনি।