শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ , ৬ই বৈশাখ, ১৪৩১ , ৯ই শাওয়াল, ১৪৪৫

হোম > আন্তর্জাতিক > এখনই আফগানিস্তানে প্রাইভেট সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র: জেমস ম্যাটিস

এখনই আফগানিস্তানে প্রাইভেট সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র: জেমস ম্যাটিস

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, আফগানিস্তানে প্রাইভেট সেনাবাহিনী নিয়োগ করা খুব বেশি যৌক্তিক সিদ্ধান্ত হবে না। মঙ্গলবার এ খবর জানিয়েছে দ্যা হিল।

আফগানিস্তানে নিয়োজিত মার্কিন সেনা বাহিনীর পরিবর্তে প্রাইভেট সেনা বাহিনী প্রেরণ মার্কিন প্রশাসনের জন্য সুবিধাজনক হবে বলে আলোচনা চলছিল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস আফগানিস্তানে প্রাইভেট সেনাবাহিনী নিয়োগের সম্ভবনা নাকচ করে দেন।

ম্যাটিস আরো বলেছেন, যখন যুক্তরাষ্ট্র তার পূর্ণ বিশ্বাসযোগ্যতা সামনে রেখে চলছে, তখন একে বেসরকারীকরণ যৌক্তিক সিন্ধান্ত হবে না ।
ব্ল্যাক ওয়াটার নামক একটি বেসরকারী সেনা যোগানদাতা প্রতিষ্ঠান কয়েকদিন ধরে বলে আসছিল, মার্কিন প্রশাসনের জন্য প্রাইভেট সেনাবাহিনী আফগানিস্তানে পাঠানো উপযুক্ত এবং সমপোযোগী সিদ্ধান্ত হবে। বর্তমানে ১৪০০০ মার্কিন সেনা আফগানিস্তানে নিয়োজিত রয়েছে। যারা মূলত ন্যাটোর সাথে সহযোগিতায় আফগানিস্তানের স্থানীয় সামরিক বাহিনীকে প্রশিক্ষণ এবং সহায়তা করে আসছে।