শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > Uncategorized > এটি কেবল অর্থের বিষয় নয়

এটি কেবল অর্থের বিষয় নয়

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ আসন্ন চ্যাম্পিয়ন্স লীগ টি-টোয়েন্টির আগে স্বদেশী দল কানদুরাতা মেরুনসের শক্তি ধরে রাখতে চাইছিল লঙ্কান বোর্ড এসএলসি। এতে তাদের চেষ্টাটাও শেষ পর্যন্ত সার্থক। এবারের চ্যাম্পিয়ন্স লীগ টি-টোয়েন্টি আসরের বাছাই রাউন্ডে খেলছে শ্রীলঙ্কার একমাত্র দল কানদুরাতা। আর আইপিএল দল বাদ রেখে স্বদেশী দলের হয়ে এবারের চ্যাম্পিয়ন্স লীগ টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন একমাত্র কুমার সাঙ্গাকারা। তবে বিষয়টি নিয়ে মিডিয়ার কাছে অন্য দুঃখও প্রকাশ করলেন শ্রীলঙ্কার সাবেক এ অধিনায়ক। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এর আগের এক বিবৃতি দেখে এমন হতাশা সাঙ্গাকারার। গতকাল সাঙ্গাকারা বলেন, বিষয়টি জনসম্মুখে যেভাবে উপস্থাপিত হয়েছে দুঃখজনক। এতে স্বদেশী দলের প্রতি আমার বিশ্বস্ততার প্রশ্ন উঠবে জনমনে। ভারতীয় প্রিমিয়ার লীগে সানরাইজার্স হায়দরাবাদ দলের তারকা কুমার সাঙ্গাকারা ডেইলি মিররকে বলেন, ‘বিশ্বস্ততা বনাম অর্থকড়ি’- খেলোয়াড়দের সামনে এমন প্রশ্ন উঠছে হঠাৎ করেই। বিষয়টিতে এমন ভাবনা ঠিক নয়। আর বিষয়টি জনসম্মুখে যেভাবে উপস্থাপিত হচ্ছে এটা দুঃখজনক। ক্রিকেটারদের নিজ দেশের দলের হয়ে খেলতে দেখতে চাইলে এ নিয়ে ক্রিকেট বোর্ডের আগেই ব্যবস্থা নেয়া উচিত। আর এটা করা উচিত আইপিএল চুক্তির আগেই। আসন্ন চ্যাম্পিয়ন্স লীগে কানদুরাতা মেরুনস দলের সেরা তারকা কুমার সাঙ্গাকারা ও নুয়ান কুলাসেকারা চ্যাম্পিয়ন্স লীগে স্বদেশী দলের হয়ে খেলুক, চাইছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। কানদুরাতার হয়ে সাঙ্গাকারাকে পেতে সানরাইজার্স দলের সঙ্গে আলাদা যোগাযোগ ও মধ্যস্থতা রাখছিল তারা । এ নিয়ে সাঙ্গাকারা বলেন, কানদুরাতা যোগ্যতা পাওয়ায় যারপরনাই খুশি আমি নিজেও। আর আমাকে নিয়ে এসএলসি নিজেরাই সানরাইজার্স দলের সঙ্গে যোগাযোগ রাখায় আমি আলাদা সন্তুষ্ট। চ্যাম্পিয়ন্স লীগ টি-টোয়েন্টি খেলার ক্ষেত্রে বিধিতে ক্রিকেটারদের ওপর বাধ্যবাধকতা নেই। দল বাছাইয়ে এতে খেলোয়াড়ের ইচ্ছাটাই আগে। তবে সাঙ্গাকারা সানরাইজার্সের হয়ে না খেললে আইপিএল চুক্তি মোতাবেক বার্ষিক বেতনের ২০% কেটে নেয়া হতে পারে। এর অঙ্কটা ১৪০,০০০ মার্কিন ডলার। তবে কানদুরাতার পক্ষে শ্রীলঙ্কা বোর্ডের সদিচ্ছাটাও স্পষ্ট। কানদুরাতা মেরুন দলের মালিকানা লঙ্কান ক্রিকেট বোর্ডের। আর স্বদেশী দল ছেড়ে সাঙ্গাকারা ভারতের ফ্র্যাঞ্চাইজিতে খেললে আইপিএল বিধি অনুযায়ী ১৫০০০ ডলার ক্ষতিপূরণ পাওয়ার কথা এসএলসি’র।

এসএলসি সাঙ্গাকারা চিঠি চালাচালি
স্পোর্টস ডেস্ক: ডেইলি মিরর-এ প্রকাশিত সাঙ্গাকারার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি জয়ন্ত ধর্মদাসা। গতকাল এমন অভিযোগে দ্বিমত জানিয়ে কুমার সাঙ্গাকারাকে চিঠি দেন লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট। ধর্মদাসা এতে বলেন, এমন অভিযোগ প্রত্যাখ্যান করছি আমরা। এসএলসি কখনই মিডিয়ার কাছে তেমন কিছু প্রকাশ করেনি যাতে কোন ক্রিকেটারের স্বদেশের প্রতি বিশ্বস্ততার প্রশ্ন উঠতে পারে। তোমার ইমেজের ক্ষতি হয় তেমন কিছুই করেনি এসএলসি। গতকাল শ্রীলঙ্কা বোর্ড সভাপতিকে ই-মেইলে জবাব দিয়েছেন সাঙ্গাকারাও। বলেন, আমার ইমেজের ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। আপনার বক্তব্যটা নিশ্চয় আপনার একার। বোর্ড সেক্রেটারি নিশান্ত রানাতুঙ্গার ভূমিকাটা আলাদাই ছিল। আমার আইপিএল ভবিষ্যৎ নিয়ে বরং আমি এখন সন্দিহান। আশা করি ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হলে আমার মতো অন্য ক্রিকেটারদের কাছেও এসএলসির একই রকম দাবি থাকবে।