শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ , ১৫ই চৈত্র, ১৪৩০ , ১৮ই রমজান, ১৪৪৫

হোম > গ্যালারীর খবর > এবার কুষ্টিয়ায় ট্রেনে পাথর নিপে

এবার কুষ্টিয়ায় ট্রেনে পাথর নিপে

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া ॥ মিরপুর উপজেলায় দুর্বৃত্তদের নিপে করা পাথরের আঘাতে রূপসা এক্সপ্রেস ট্রেনের চালক আহত হয়েছেন।

বিকেল ৩টার দিকে হালসা রেল স্টেশনে পাথর নিেেপর ঘটনা ঘটে।

ট্রেন চালক শাহাদত হোসেনের (৫৫) মাথায় জখম হয়েছে। তাকে স্থানীয় কিনিকে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় চার যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন জানান, সৈয়দপুর থেকে ঈশ্বরদী হয়ে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেন বিকেল ৩টার দিকে কুষ্টিয়ার হালসা স্টেশনে এসে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত ট্রেনের চালককে ল্য করে পাথর ছোড়ে। এতে চালকের মাথা ফেটে রক্তরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিনিকে ভর্তি করে দেন।

পরে এ ঘটনায় জড়িত থাকা চার যুবক আলী হোসেন, নাজমুল হাসান, প্লাবন ও হুমায়ুন কবীরকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোর্পদ করে।

সন্ধ্যায় আটক যুবকদের মিরপুর উপজেলা নির্বাহী কর্মককর্তা (ইউএনও) আজাদ জাহানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে ঘটনার সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে তিনজনকে দুই বছর করে ও একজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠান। দন্ডপ্রাপ্তদের মধ্যে দুজন চুয়াডাঙ্গার ও অন্য দুইজন ঈশ্বরদীর বাসিন্দা।

ঘটনার পর কিছু সময় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ঈশ্বরদী থেকে অপর চালক এসে ট্রেনটি নিয়ে গন্তব্যে যাত্রা শুরু করলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

প্রসঙ্গত, গত ১০ আগস্ট রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি ভাঙ্গা ব্রিজ এলাকায়চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে প্রীতি দাশ (২৭) নামে এক প্রকৌশলী নিহত হন। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে নর্দার্ন ইউনিভার্সিটিতে এমফিল করছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিআরপি পুলিশ দুর্ঘটনাস্থল থেকে রুবেল ও ইকবাল নামে দুইজনকে আটক করে।

প্রকৌশলী নিহতের ঘটনার ১০দিন পর চলন্ত ট্রেনে পাথর ছোড়া বন্ধে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ল্েয গৃহীত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে প্রচারপত্র বিলি এবং মাইকিং করা হয়। রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক সুকুমার ভৌমিকের নেতৃত্বে ১৬ সদস্যের একটি দল তিনটি রেলওয়ে ট্রলিতে করে ২০ আগস্ট সকাল থেকে নগরীর পাহাড়তলী রেল স্টেশন থেকে ফেনী পর্যন্ত মাইকিং ও প্রচারপত্র বিলি করে।